ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সরিষা ইউনিয়নের কৃষি বাজার নামক স্থানে এক যুবকের থাপ্পরে প্রাণ গেলো সোহেল (১৭) নামক এক ইজিবাইক চালকের।
নিহত চালক ওই এলাকার মইলাকান্দা গ্রামের আবু সাঈদের ছেলে। অপরদিকে ঘাতক ওই যুবকের নাম ময়নাল (২০)। সে সরিষা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাশেমের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর মাধ্যমে জানা যায়, আজ রোববার সকাল ১১টার দিকে ইজিবাইক চালিয়ে ওই এলাকার কৃষি বাজারের মধ্য দিয়ে যাচ্ছিলো চালক সোহেল। অপরদিকে সেই রাস্তা দিয়ে হেঁঠে হেঁঠে মোবাইল ফোনে কথা বলছিলো ময়নাল। হঠাৎ ইজিবাইকের সামনের অংশটা তার গায়ে ঘষা লেগে গেলে রেগে গিয়ে সে চালক সোহেলের কলার ধরে গালে এলোপাতাড়ি থাপ্পর মারতে থাকে। থাপ্পর খেয়ে ইজিবাইকের সামনে পড়ে গেলে মাথায় প্রচন্ড আঘাত পায় সে।
আঘাতের পর সোহেল অনেক অনুনয় বিনয় করে বলে, আমাকে আর মেরো না,আমি মারা যাবো। কিন্তু ময়নাল কোন কথাই না শুনে তাকে আরও চড় থাপ্পড় মারতে থাকে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। তখন এলাকাবাসীসহ সবাই ছুটে আসলে ময়নাল পালিয়ে যায়। এলাকাবাসী চালক সোহেলকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ইজিবাইকের ঘষা লাগায় থাপ্পর দিলে মৃত্যু হয় ইজিবাইক চালকের। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টাসহ থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাবু/জেএম