ঢাকার কেরানীগঞ্জে ওএমএস এর খোলা আটা বিক্রি করার আপরাধে রাব্বি জেনারেল স্টোরের মালিককে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২১ মে) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত প্রতিষ্ঠানকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ফয়সল বিন করিম।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চুনকুটিয়া এলাকার সরোয়ার জাহান (৪৭) দীর্ঘদিন ধরে ওএমএসের আটা মুদীর দোকানে অবৈধভাবে বিক্রি করে আসছিলেন। রবিবার বিকাল তিনটায় দিকে এক বস্তা আটা সহ তাকে হাতেনাতে আটক করে বিষয়টি প্রশাসনকে অবহিত করে।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সল বিন করিম ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দোকানী জিজ্ঞাসাবাদ করলে তিনি তার অপরাধ স্বীকার করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানকে একমাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।
এছাড়া একদিনে উপজেলার বাস্তা ইউনিয়নে অবৈধ অ্যালুমিনিয়াম পোড়ানো দায়ে কারখানার মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এবং কলাতিয়া ইউনিয়নে স্যাকারিনের নামে সুজি বিক্রয়ের দায়ে দুজনকে পাঁচদিন করে কারাদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পেশকার কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।