পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দাবি করেছেন, মঙ্গলবার ইসলামাবাদের আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তারের ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে। রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন তিনি।
ইমরান খান বলেছেন, মঙ্গলবার ইসলামাবাদে আমাকে গ্রেপ্তারের সম্ভাবনা ৮০ শতাংশ। পিটিআইয়ের এই চেয়ারম্যান বলেন, আমাদের গণতন্ত্রকে গুঁড়িয়ে দেওয়ার জন্য সবকিছু করা হচ্ছে। তাই এই মুহূর্তে ১০ হাজারের বেশি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমার সমস্ত জ্যেষ্ঠ নেতৃবৃন্দ কারাগারে রয়েছেন।
‘মঙ্গলবার আমি জামিনের জন্য ইসলামাবাদে হাজিরা দিতে যাচ্ছি এবং সেই সময় আমাকে গ্রেপ্তার করার সম্ভাবনা ৮০ শতাংশ।’
দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী সিএনএনকে বলেছেন, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি এমন যে, বিচারক ও আদালতের সিদ্ধান্তও বাতিল করা হচ্ছে। তিনি বলেন, ‘সম্প্রতি হাই কোর্টের একজন বিচারপতি পিটিআইয়ের এক নেতাকে জামিন দেওয়ার পর পুনরায় গ্রেপ্তার করায় কান্না করেছিলেন।’
‘সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, ১৪ মে নির্বাচন হবে। কিন্তু তার সিদ্ধান্তও উপেক্ষা করা হয়েছে,’ বলেন সাবেক এই পাক প্রধানমন্ত্রী।
পিটিআইয়ের চেয়ারম্যান বলেন, সরকার আমাকে থামিয়ে দিতে চায়। কারণ তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে রয়েছে। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান গত বছরের অক্টোবরে তাকে হত্যাচেষ্টার কথাও স্মরণ করেন। তিনি বলেন, আমি ভবিষ্যদ্বাণী করেছিলাম যে আমাদের গভর্নরকে যেভাবে হত্যা করা হয়েছিল, আমাকেও সেভাবে হত্যা করা হবে।
তার প্রাণনাশের হুমকি এখনও আছে বলে দাবি করেছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।
গত ৯ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইসলামাবাদ হাই কোর্ট ভবন থেকে ইমরান খানকে গ্রেপ্তার করে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। পরে ১২ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানের গ্রেপ্তারকে ‘অবৈধ’ ঘোষণা করে জামিনের নির্দেশ দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে সহিংস বিক্ষোভ দেখা দেয়। এই বিক্ষোভে অন্তত আটজনের প্রাণহানি ঘটে।
৭০ বছর বয়সী সাবেক এই ক্রিকেট তারকাকে আল-কাদির ট্রাস্ট মামলায় আগামী ৩১ মে পর্যন্ত জামিন দিয়েছে ইসলামাবাদের হাই কোর্ট। জামিনে থাকলেও গত বুধবারও তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা জানিয়ে টুইট করেছিলেন ইমরান খান।
বাবু/মম