শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২১০তম শাখা উদ্বোধন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ১০:৪০ AM
 
বন্দরনগরী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ২১০তম শাখা উদ্বোধন করা হয়েছে।

রোববার (২১ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের প্রেসিডেন্ট ও কে.ডি.এস. গ্রুপের চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান, বোর্ড এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম, পরিচালক আলহাজ আহামেদুল হক, আলহাজ আব্দুল মালেক মোল্লা এবং আলহাজ মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিল্ডটেক চেয়ারম্যান মো. ইউনুচ গণি চৌধুরী। এসময় অনুষ্ঠানে এন মোহাম্মদ গ্রুপের মোহাম্মদ নজরুল হক, জুমাইরা হোল্ডিংস এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান। 

 এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান চৌধুরী এবং এআইবিএল চট্টগ্রাম জোনাল হেড ও এসইভিপি মোহাম্মদ আজম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ্। নজুমিয়া হাট শাখা ব্যবস্থাপক মো. শাহজাহান হায়দার উপস্থিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত