শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
সীমান্তে সংঘর্ষে ৬ ইরানি সীমান্তরক্ষীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ১১:০৭ AM
ইরানের দ্বিতীয় বৃহত্তম প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে ৬ ইরানি সীমান্তরক্ষী নিহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোর মধ্যে এই প্রদেশের সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি।

রোববার ইরান-পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা সারাভানে সংঘর্ষের এ ঘটনা ঘটে। ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, সীমান্ত দিয়ে সশস্ত্র গোষ্ঠীর কয়েকজন সদস্য ইরানে অনুপ্রবেশ করতে চেয়েছিল। এসময় বাধা দিলে ইরানি সীমান্তরক্ষীদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে আরব নিউজ জানিয়েছে, এ ঘটনায় ৬ ইরানি সীমান্তরক্ষী নিহত হয়েছেন। সংঘর্ষের পর সীমান্ত পেরিয়ে পালিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা।

এর আগে গত ১১ মার্চ একই এলাকায় অপরাধীদের সঙ্গে সংঘর্ষের সময় দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছিল।

বাবু/জেএম 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত