ফরিদপুর জেলা বিএনপির অফিসে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে দলটির নেতারা।
রবিবার (২১ মে) রাত ৯টার দিকে শহরের কাঠপট্টিতে অবস্থিত পৌর মার্কেটের মনা প্লাজার চতুর্থ তলায় বিএনপি অফিসে এ হামলার ঘটনা ঘটে।
জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন জানান, রাত ৯টার দিকে ক্ষমতাসীন দলের বেশকিছু নেতাকর্মী মোটরসাইকেলযোগে এসে জয়বাংলা শ্লোগান দিয়ে অফিসে হামলা চালায়। এসময় তারা অফিসের প্রধান গেট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়।
তিনি আরও জানান, পরে তারা বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার ছবি, দলীয় সাইনবোর্ড ও অফিসের আশেপাশে থাকা ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড ভাঙচুর করে। বেশ কিছুক্ষন তারা তাণ্ডব চালিয়ে চলে যায়।
বাবু/জেএম