মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
গাজীপুর সিটি নির্বাচন
জাহাঙ্গীর নাটকবাজ, তাঁর দুর্নীতি ও লুটপাটের বিচার হবে
নৌকার প্রার্থী আজমতের অভিযোগ
গাজীপুর প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ৬:৪১ PM আপডেট: ২২.০৫.২০২৩ ৬:৪৮ PM
আলোচিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খানের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে বাধা দেওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, ‘জাহাঙ্গীর আলম নাটকবাজ। তিনি আমার বিরুদ্ধে গাড়িতে হামলাসহ নানা অপবাদ ছাড়াচ্ছে। নিজেই এসব করে আমার কর্মীদের ওপর দায় চাপাচ্ছেন। দুর্নীতি করে তিনি সিটি করপোরেশনের কোটি কোটি টাকা লুটপাট ও আত্মসাৎ করেছেন।

তাঁর দুর্নীতি ও লুটপাটের বিচার হবে। ষড়যন্ত্রকারীদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। আমাকে নৌকায় ভোট দিন, আমি গাজীপুরকে একটি স্মার্ট নগরী উপহার দেব।’

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন বলেছেন, ‘আমার নির্বচনী প্রচারে একের পর এক হামলা হচ্ছে।

গাড়ি ভাঙচুর করা হচ্ছে। কর্মীরা রক্তাক্ত হচ্ছে। অথচ নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না।’
গতকাল রোববার নির্বাচনী প্রচারে নেমে পরস্পরের বিরুদ্ধে এসব কথা বলেন আলোচিত এই দুই মেয়র প্রার্থী।


আজমত উল্লা গতকাল তাঁর ২৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বলেন, ‘নির্বাচিত হয়ে গাজীপুরকে দুর্নীতিমুক্ত স্মার্ট নগর করতে চাই। উন্নয়নের মডেল বানাতে চাই।’ অন্য প্রার্থীরাও গতকাল নগরের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন পাওয়ার চেষ্টা করেছেন। সকাল থেকেই প্রার্থীদের কর্মী-সমর্থকরা দল বেঁধে নেমে পড়েন গণসংযোগে।

আজমত উল্লার প্রচার : আজমত উল্লা গতকাল সকাল ১০টায় শহরের প্রকৌশলী ভবনের হলরুমে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

এরপর দুপুর ১২টায় ৩৯ নম্বর ওয়ার্ডের দাক্ষিণখান, ৩১ নম্বর ওয়ার্ডের ধীরাশ্রম, ভারারুল চৌরাস্তা, ভারারুল জামতলা, ২৯ নম্বর ওয়ার্ডের ভোড়া এলাকার পাকা মসজিদ, তড়ৎপাড়া, ছোট দেওড়া, ২৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চান্দনা, লক্ষ্মীপুরা, কৃষি ও ধান গবেষণা ইনস্টিটিউট, ৩০ নম্বর ওয়ার্ডের নীলেরপাড়া, ২৮ নম্বর ওয়ার্ডের হাড়িনাল, জোড়পুকুর, ২৫ নম্বর ওয়ার্ডের ভানুয়া, পাজুলটিয়া, ২৪ নম্বর ওয়ার্ডের চতরবাজার, শিমুলতলী, থানা কাউন্সিল এবং ২৬ নম্বর ওয়ার্ডের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় রাত ৯টা পর্যন্ত গণসংযোগ করেন।

প্রচারে নিপুণ-ফেরদৌস : গতকাল আজমত উল্লার নির্বাচনী প্রচারে অংশ নেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তার ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নেতৃত্বে একদল চলচ্চিত্রশিল্পী। তাঁরা একটি খোলা ট্রাকে দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় আজমত উল্লার জন্য নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। বিকেলে জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগকালে শত শত উত্সুক জনতা ভিড় জড়ায়। এ সময় নিপুণ আক্তার বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে আপনারা উন্নয়ন ও দিনবদলের প্রতীক নৌকায় ভোট দিন।’

চিত্রনায়ক ফেরদৌস বলেন, নৌকার বিজয় মানে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর বিজয়, বাংলাদেশের বিজয়। প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা বজায় রাখতে আজমত উল্লা খানকে নৌকায় ভোট দিন।

জায়েদা খাতুন : স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন গতকাল বিকেল ৪টায় প্রচার শুরু করেন নগরীর ৩৪ নম্বর ওয়ার্ডের ছয়দানা থেকে। পরে সাইনবোর্ড, মালেকের বাড়ি, ভোগড়া, ভোগড়া চৌরাস্তা, পেয়ারাবাগান, কড্ডা, বাইমাইল ও কোনাবাড়ী এলাকায় গণসংযোগ করেন। তিনি গণসংযোগকালে বলেন, তাঁর প্রচারে একের পর এক হামলায় গাড়ি ভাঙচুর ও কর্মীরা রক্তাক্ত হচ্ছেন। অথচ নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। ঘড়ি প্রতীকে ভোট দিন, ক্লিন নগরী গড়ব। তিনি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টির দাবি জানান।

নিয়াজ উদ্দিন : জাতীয় পার্টির মেয়র প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন সকাল থেকে বিকেল পর্যন্ত টঙ্গীর শিলমুন, মরকুন, পাগাড়, বিসিক, জামাইবাজার, মধুমিতা, স্টেশন রোড, দত্তপাড়া, কলেজ গেট, সাতাইশ ও চেরাগআলী এলাকায় গণসংযোগ করে লাঙল প্রতীকে ভোট চান। বিকেলে তিনি নগরীর শিমুলতলী ও কাউলতিয়ায় গণসংযোগ করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাহাঙ্গীর   নাটকবাজ   বিচার   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত