গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাচ্চা ফুটিয়েছে ম্যাকাও পাখি। প্রায় সপ্তাহ খানেক আগে পার্ক কর্তৃপক্ষ বাচ্চার জন্মের বিষয়টি সন্ধান পায়। কোনো ম্যাকাও পাখির এটিই প্রথম বাচ্চা ফুটলো। আগে দেশের কোথাও ম্যাকাও পাখির বাচ্চা দিয়েছে বলে শুনা যায়নি।
সোমবার (২২ মে) দুপুরে পার্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম বিষিয়টি নিশ্চিত করেন।
রফিকুল ইসলাম জানান, দক্ষিণ আমেরিকার অ্যামাজন বনে ম্যাকাও পাখি জন্মে। পেরুর, ব্রাজিল, প্যারাগুয়ে, ভেনিজুয়েলা, বলিভিয়া বনাঞ্চলে পাখিগুলোকে দেখা যায়। ম্যাকাও খুব নিরিবিলি ও ভালো পরিবেশ পেলে ডিম দেয় ও বাচ্চা ফুটায়। ম্যাকাও পাখি প্রকৃতিতে ২০-৩০ বছর বাঁচলেও আবদ্ধ পরিবেশে ৩০-৫০ বছর বাঁচে বলে পার্কের পাখিবীদ জানিয়েছেন। এরা ফলমূল জাতীয় খাবার খেয়ে বেঁচে থাকে এবং ১ থেকে দেড় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। একসঙ্গে তিনটি ডিম দেয় পাখিটি। ২৮ দিনের মতো ডিমে তা দেওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রে ১ থেকে ২টি বাচ্চার জন্ম হয়।
বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের প্রকল্প পরিচালক ইমরান আহমেদ জানান, ম্যাকাও পাখির বাচ্চার জন্ম হওয়া এটাই দেশে প্রথম। বাচ্চার প্রতি বিশেষ নজর রাখতে বলেছি। আমরা খুশি এবং উৎসাহিত হয়েছি।
বাবু/জেএম