মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
ডোমারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৩:৫৫ PM

নীলফামারীর ডোমার উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।  ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন, নগদ ছয় হাজার টাকা ও ৩০ কেজি চাল দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুত ও উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সম্প্রতি জোড়াবাড়ী, বোড়াগাড়ী, পাঙ্গা মটুকপুর, ভোগডাবুড়ী, সোনারায় ও ডোমার সদর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ওই ২০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত