শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
টেকনাফে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
সাইফুল ইসলাম, টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৭:৩৪ PM
'ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল' আর নয় হয়রানি ২৮ দিনে নামজারি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) সকাল সাড়ে ১১টার দিকে দিবসটি উপলক্ষে ভূমি অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি টেকনাফ শহরের শাপলা চত্বর হয়ে বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান। 

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধুরী'র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা দেলোয়ার  হোসাইন, টেকনাফ মডেল থানার (ওসি) মো. আব্দুল হালিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, সদর ইউনিয়নের (ভূমি সহকারী কর্মকর্তা) মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরোয়ার আলম। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে আজ উপজেলা ভূমি অফিস থেকে হত-দরিদ্র ৩১টি পরিবারের মাঝে দলিল হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অনলাইনে ই-নামজারি, দালাল প্রতারক থেকে সেবা প্রার্থীদের হয়রানি বিষয়ে সচেতনতা প্রদান করা হয়।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত