সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় আটক ৮
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ১০:২০ AM
সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় আট জেলেকে আটক করেছে বন বিভাগ। এসময় আটককৃত জেলেদের ব্যবহৃত দুইটি নৌকা, ১২০ কেজি মাছ ও লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া খালে মাছ ধরার সময় তাদের আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত জেলেদের বন আইনে মামলা দেওয়া হয়েছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসেন বলেন, সুন্দরবনে মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় আট জেলেকে আটক করা হয়েছে। 
আটকরা হলেন-শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের নুরুল আমিন সানার ছেলে জাহিদুল ইসলাম, একই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে ফজর আলী, খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামের তজিমুদ্দীনের ছেলে রশিদ আলী, একই এলাকার আক্কেল আলীর ছেলে শফিকুল ইসলাম, মোক্তার আলীর ছেলে মান্নান, ইসমাইল সরদারের ছেলে আল আমিন, রশিদ সরদারের ছেলে রোকনুজ্জামান, রশিদ গাজীর ছেলে নুরুজ্জামান।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত