মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
রং ও রাসায়নিক পদার্থ মিশ্রণ করে মসলা তৈরি, আটক ১০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ১২:০১ PM

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চাক্তাই এলাকায় একটি মসলা কারখানায় অভিযান পরিচালনা করেছে র‍্যাব। মঙ্গলবার (২৩ মে) এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভেজাল মসলা তৈরি ও মজুতের অভিযোগে ১০ জনকে আটক করে র‍্যাব।


একইসঙ্গে ভেজাল রংমিশ্রিত প্রায় ৬০০ কেজি হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়াসহ ১২ কেজি ভেজাল রঙ ও রাসায়নিক পদার্থ জব্দ করা হয়।


আটককৃতরা হলেন- জসিম উদ্দিন (৪০), শরীফ হোসেন (৪০), মো. আলাউদ্দিন (৩৬), মো. জিলানী (২০), মো. সুজন (১৯), মো. সাইদুল (২০), আবদুল কাদের (৩৮), মো. সজল (৪৩), দেলোয়ার হোসেন (৪৮) ও কামরুল হাসান (২৫)।


চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে বিভিন্ন রং ও রাসায়নিক পদার্থ মিশ্রণ করে মসলা তৈরি করে বাজারজাত করে আসছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


বাবু/জেএম 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত