কক্সবাজারে স্মার্ট ভূমি সেবা সপ্তাহের আলোচনা সভা 'স্মার্ট ভূমি সেবা, ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়, শ্লোগানে সারা দেশের ন্যায় কক্সবাজার জেলায় ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে।
বুধবার (২৪ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ ইকবাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মহিউদ্দিন খান আলমগীর, জিপি এডভোকেট মোহাম্মদ ইসহাক, সাবেক পৌর চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, জেলা প্রশাসনের আরডিসি মোঃ আশিক খান, ভূমি অধিগ্রহণ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, নির্বাহি ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা, শুভাশিস চাকমা, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমান ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম প্রমুখ।
সভায় জেলা প্রশাসন ও ভূমি অধিগ্রহণ শাখা, রাজস্ব শাখাসহ অন্যান্য কর্মকর্তা, কানুনগো, সার্ভেয়ার, তহসিলদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত সেবা সপ্তাহ জেলা শহর, সদর, ৮ উপজেলা এবং ইউনিয়ন ভূমি অফিস গুলোতে চলছে। ২২ মে শুরু হওয়া সেবা মিলবে ২৮ মে পর্যন্ত৷
-বাবু/এ.এস