মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
সন্দ্বীপে চলছে ভোট গণনা: মূল প্রতিদ্বন্দ্বিতায় নৌকা ও আনারস
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৬:১৫ PM আপডেট: ২৫.০৫.২০২৩ ৬:১৮ PM
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে প্রায় সব কেন্দ্রে ভোটার উপস্থিতি হ্রাস পায়। 

এখন পর্যন্ত কোন কেন্দ্রে সহিংসতার কোন অভিযোগ পাওয়া না গেলেও আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন৷ এছাড়া স্থানীয় সংসদ সদস্য নিজ এলাকায় অবস্থান নিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন তিনি। অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এসব অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে বলেন, যে উন্নয়ন সন্দ্বীপে হয়েছে এতেই নৌকার পালে হাওয়া লেগে গেছে৷ সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের বলেন আমার সাংগঠনিক এলাকা সন্দ্বীপের দক্ষিণ প্রান্ত৷ আমি এই জনপদের ভোটার হিসেবে বলতে পারি এখানে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে৷ 

তজেলা নির্বাচন অফিসের সিনিয়র কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর আলম ভোটের সার্বিক পরিবেশকে শান্তিপূর্ণ বলছেন৷ তাঁর দাবী কোন কেন্দ্রেই এক সেকেন্ডের জন্যও ভোট গ্রহণ বন্ধ রাখা হয়নি। আনারস প্রতিকের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কোন অভিযোগ পাননি উল্লেখ করে তিনি বলেন, আমরা নির্বাচনকে সুষ্ঠ করতে নিরলস কাজ করেছি। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এতে করেই তো বুঝা যায় ভোট কেন্দ্রে কাউকেই ছাড় দেয়া হয়নি। 

সাগর দ্বীপাঞ্চল সন্দ্বীপের ১৫টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে সন্দ্বীপ উপজেলা পরিষদ গঠিত।  ১ লাখ ২১ হাজার ৭৩৫ জন পুরুষ এবং ১ লাখ ১৭ হাজার ৮৭৫ জন নারীসহ মোট ২ লাখ ৩৯ হাজার ৬১০ জন ভোটারের জন্য
উপজেলার ৮৬টি কেন্দ্রের ৫৭২টি বুথ রাখা হলেও আজকের দিনে ভোটার উপস্থিতির হার বেশ কম বলেই মনে করছেন স্থানীয় ভোটাররা। 

এই উপ নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছিলেন৷ তবে শেষ মূহুর্তে জাসদ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাহমুদ (মশাল) ও উপজেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান বেলাল (দোয়াত কলম) আওয়ামী লীগ থেকে বহিঃষ্কৃত সাবেক পৌর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (আনারস) কে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে আজকের নির্বাচনী ভোট যুদ্ধে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশনের নৌকা মার্কা ও বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলামের আনারস মার্কার মধ্যেই মূল প্রতিদ্বন্দিতা হচ্ছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত