শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
ইউক্রেনে হাসপাতালে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩, ১২:১১ AM
ইউক্রেনের পূর্বাঞ্চলের নিপ্রো শহরের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত দুজন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২১ জন হাসপাতালে ভর্তি এবং তিনজনের অবস্থা গুরুতর। 

নিপ্রো শহরের গভর্নর সেরহি লাইসাকের বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি। লাইসাক বলেন, আহতদের মধ্যে তিন ও ছয় বছর বয়সী দুজন ছেলেও রয়েছে।

হাসপাতালে হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভিডিওতে দেখা যায়, হামলার শিকার হাসপাতালে দমকলকর্মীরা উদ্ধারকাজ করছেন এবং ক্ষতিগ্রস্ত একটি ভবন থেকে ধোঁয়া উড়ছে।

ইউক্রেন পাল্টা আক্রমণ চালাতে পারে এমন সম্ভাবনা থেকে সম্প্রতি দেশটিতে রাশিয়া হামলা তীব্রতর করেছে বলে জানিয়েছে বিবিসি। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, গতকাল বৃহস্পতিবার রাতে রাশিয়ার ১৭টি ক্ষেপণাস্ত্র ও ৩১টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছেন তারা। এ ছাড়া রাজধানী কিয়েভ ও খারকিভ শহরেও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ঘটনা ঘটছে।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত