শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
‘ন্যাটো ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বেধে যেতে পারে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৭:৫৩ PM
ন্যাটো ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য যুদ্ধ বিশ্বের সবচেয়ে খারাপ হতে পারে। এই যুদ্ধ অসম্ভব নয়। চেক সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল কারেল রেহকা এ তথ্য জানান। চেক সংবাদ ওয়েবসাইট নভিনকে ডট সিজেডের বরাত দিয়ে এ তথ্য জানায় রুশ সংবাদ সংস্থা তাস।

গত সোমবার চেক পার্লামেন্টে এক সম্মেলনে রেহকা বলেন, 'আমরা রাশিয়া ও উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার (ন্যাটো) মধ্যে যুদ্ধকে সবচেয়ে খারাপ পরিস্থিতি হিসেবে দেখি, তবে এটি অসম্ভব নয়। এ যুদ্ধ হতে পারে।'

রেহকার মতে, চেক সশস্ত্র বাহিনী প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত প্রতিপক্ষ রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সহিংস যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ রাশিয়া বর্তমানে (উত্তর আটলান্টিক) জোটের সঙ্গে সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি জানান, সম্ভাব্য প্রতিপক্ষের মোকাবিলার বাধ্যবাধকতার জন্য চেক প্রজাতন্ত্রকে ন্যাটোর সামনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। ইউক্রেনের পরিস্থিতি বিবেচনায়, রাশিয়ার জ্বালানি সরবরাহের উপর তাত্ক্ষণিক নির্ভরতা কাটিয়ে ওঠার দিকে বিশেষ মনোযোগ দিয়ে দেশের জাতীয় নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। বেশি নির্ভরশীল হওয়ার হুমকি সম্পর্কে সতর্ক করেন তিনি। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ‘ন্যাটো    রাশিয়া   যুদ্ধ   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত