শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
মহাকাশযানে প্রথম বেসামরিক নভোচারী পাঠালো চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৯:৪৫ PM
তিয়াংগং মহাকাশ স্টেশনে আবারও তিনজন নভোচারী পাঠিয়েছে চীন। তিনজনের মধ্যে একজন বেসামরিক নাগরিকও রয়েছেন। ইতিহাসে নাম লেখানো বেসামরিক সেই নভোচারীর নাম গুই হাইচাও।

বিশ্ববিদ্যালয় শিক্ষক গুই মহাকাশ স্টেশন তিয়াংগংয়ে গিয়ে  জিং হাইপেংয়ের নেতৃত্বে কাজ করবেন। জিং হাইপেং, প্রকৌশলী ঝু ইয়াংঝু এবং গুই হাইচাও- এই তিনজনকে নিয়ে তিয়াংগংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে মহাকাশযান শেনঝোউ–১৬।

মঙ্গলবার সকাল ৯টা ৩১ মিনিটে চীনের উত্তরাঞ্চলের গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশযান শেনঝোউ-১৬ মহাকাশ স্টেশন তিয়াংগংয়ের উদ্দেশ্যে যাত্রা করে।

তিয়াংগং মহাকাশ স্টেশনে চীন প্রথম নভোচারী পাঠিয়েছিল ২০২১ সালে। তারপর থেকে এ পর্যন্ত মোট পাঁচবার সেখানে নভোচারী পাঠানো হলো। প্রতিবার তিনজনের একটি দল সেখানে যায়। তারা গেলে আগের দলটি ফিরে আসে।

সেই নিয়মে তৃতীয় দলটিকে ফিরে আসার সুযোগ করে দিতে তিনজনের একটি দল মহাকাশ স্টেশনে গিয়েছিল গত বছরের নভেম্বরে।  জিং হাইপেং, প্রকৌশলী ঝু ইয়াংঝু এবং গুই হাইচাও গেলে সেই তিনজন পৃথিবীতে ফিরে আসবেন।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত