মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ৯:৩৩ AM

ফরিদপুরে স্কুল শিক্ষক স্ত্রী আফরোজা আলমকে (৩৭) হত্যার দায়ে স্বামী রবিউল ইসলাম রবিকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।


মঙ্গলবার (৩০মে) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ আদেশ দেন।


নিহত আফরোজা আলম আলফাডাঙ্গা উপজেলার উত্তর মালা গ্রামের মৃত শামসুল আলমের মেয়ে। তিনি শিয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। রবিউল ইসলাম রবি আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদী গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার পর তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৬ সালে রবিউল ইসলামের সঙ্গে আফরোজা আলমের বিয়ে হয়। তাদের ১২ বছর বয়সী বাক ও শ্রবণ প্রতিবন্ধী আদনান ইসলাম নামে এক ছেলেও রয়েছে। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বনিবনা না হওয়ায় ২০২০ সালের জুলাই মাসে শিয়ালদী গ্রামে রবিউলের বাড়ি ছেড়ে গড়ানিয়া গ্রামের কাজী ফারুক নামে এক ব্যক্তির বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন আফরোজা আলম। সেই বাড়িতে ওই বছরের ৩ আগস্ট শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করেন রবিউল। হত্যার পর স্থানীয়দের জানান, তার স্ত্রী স্বাভাবিকভাবে মারা গেছেন।


মামলা সূত্রে আরও জানা যায়, এ ঘটনায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত হয়। পরে ঢাকায় সিআইডির ল্যাবে একটি পরীক্ষার (ভিসেরা) মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় তার মৃত্যু স্বাভাবিক ছিল না। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের কেউ বাদী না হওয়ায় আলফাডাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ১২ সেপ্টেম্বর রবিউলকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।


মামলাটি তদন্ত করে ২০২০ সালের ৩০ নভেম্বর আলফাডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর দীর্ঘ প্রায় তিন বছরের যুক্তিতর্ক শেষে আদালত এ রায় প্রদান করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে ওই আদালতের পিপি সানোয়ার হোসেন বলেন, এই রায়ের ফলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে এবং সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।


বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত