‘আর্ত মানবতার সেবায় দীঘিনালা জোন’ এ প্রতিপাদ্যে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন দীঘিনালা উপজেলার ৭ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান, প্রতিবন্ধী ব্যক্তির জন্য হুইল চেয়ার বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করেছে দীঘিনালা সেনা জোন (দি বেবী টাইগার্স)।
বুধবার (৩১মে) সকাল ১১টার দিকে দীঘিনালা সেনা জোন সদরে উপকার ভোগীদের মাঝে নগদ অর্থ ও হুইল চেয়ার তুলে দেন দীঘিনালা সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল রুমন পারভেজ (পিএসসি)।
তিনি বলেন, দীঘিনালা জোন সবসময় এ অঞ্চলের সাধারণ মানুষের নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতায় এগিয়ে এসেছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
উপকার ভোগীরা হলেন, এক প্রতিবন্ধীসহ শরিফুল ইসলাম, তাহমিনা আক্তার, রিসেট চাকমা, জরিনা, মরিয়ম আক্তার, রিকা চাকমা। এসময় উপস্থিত ছিলেন, জোনাল স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান (পিএসসি), জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এম. এ. মোমেন শিহাব।
-বাবু/এ.এস