চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের গণসমাবেশ স্থলে তিনটি গ্রুপের সংঘর্ষে এক ওয়ার্ড কাউন্সিলর সহ একাধিক আহত হয়েছে। আহত ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিনের মাথায় আঘাত লেগেছে বলে জানা গেছে।
বুধবার (৩১ মে) বিকেলে পৌনে পাঁচটার নগরীর কোতোয়ালী থানাধিন লালদিঘী মাঠের পশ্চিম দিকে জেলা পরিষদের মার্কেটের সামনে আয়োজিত গণসমাবেশ স্থলে এই ঘটনা ঘটে।
জানা গেছে, গণসমাবেশস্থলে যুবলীগের পদ প্রত্যাশী নেতাদের নামে পাল্টাপাল্টি স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তিনটি গ্রুপের মধ্যে কর্মীদের মধ্যে প্রথমে হাতাহাতি শুরু হয়৷ যা এক পর্যায়ে তা চেয়ার ও পাথর ছুড়াছুড়িতে রুপ নেয়। এসময় নগর যুবলীগের পদপ্রত্যাশী পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন মাথায় আঘাত লাগলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এতে এমইএস কলেজ কেন্দ্রীয় বিবাদমান দুই গ্রুপ ও সিটি কলেজ কেন্দ্রীক একটি গ্রুপের একাধিকজন আহত হয়েছে৷ এই ধাওয়া পালটা ধাওয়ার সময় পুরো লালদিঘী এলাকায় আতংক ছড়িয়ে পড়ে৷ তবে পরে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে
চট্টগ্রাম ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন বলেন, আমাদের সুন্দর সমাবেশ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সমাবেশ চলবে।
কোতোয়ালী থানার পরিদর্শক (অপারেশন) আরমান হোসেন জানিয়েছে, ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।।