এক বাড়িতে পরপর দুবার ঢুকে যাবতীয় মালামাল লুট করে নিয়ে গেছেন ছিঁচকে এক চোর। দ্বিতীয়বার বাসায় ঢুকে সবকিছু নিয়ে যাওয়ার সময় একটি চিরকুট লিখে রেখে গেছেন তিনি। সেই নোটে চুরির দায়ে দুঃখ প্রকাশ করে চোর লিখেছেন, ‘আমি দুঃখিত।’
যুক্তরাজ্যের মেইর এলাকার এক বাড়িতে চুরির দায়ে ওই চোরকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো বলছে, ওই চোর দ্বিতীয়বার বাড়িতে প্রবেশ করে একটি টেলিভিশন, একটি পিট বাইক, একটি পার্স ও একটি ব্যাংক কার্ডসহ প্রায় ১ হাজার পাউন্ড মূল্যের জিনিসপত্র চুরি করে নিয়ে যান।
মেট্রোর প্রতিবেদনে বলা হয়েছে, মালিক বাসা ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য বাসার মালামাল গুছিয়ে রেখেছিলেন তিনি। এই ঘটনার পর চোরকে গ্রেপ্তার করা হয়। ৩৯ বছর বয়সী সিমন টলি নামের ওই ছিঁচকে চোরকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছে স্টোক-অন-ট্রেন্টের ক্রাউন আদালত।
আদালতের বিচারক গাইলস পেঙ্গেলি বলেছেন, গত ১১ ডিসেম্বর কিছু জিনিসপত্র বাসার ভেতরে রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে চলে গিয়েছিলেন মালিক। পরের দিন বাসায় ফিরে তিনি চুরির বিষয়টি টের পান। তিনি দেখতে পান, ২০০ পাউন্ডসহ একটি পার্স ও ব্যাংকের কার্ডও চুরি গেছে।
পরে ১৪ ডিসেম্বর ওই নারীর চাচাতো ভাই একটি চিরকুটসহ আরও কিছু আসবাবপত্র বাসা থেকে চুরি গেছে বলে দেখতে পান।
আদালতকে ওই নারীর আইনজীবী বলেছেন, চিরকুটে লেখা ছিল, আমি দুঃখিত। আর ওই নারী তার ফোনে ব্যাংক কার্ডটি থেকে ১১ দশমিক ২৫ পাউন্ড লেনদেনের একটি ক্ষুদেবার্তা পান। এছাড়া আরও ১২৫ পাউন্ড লেনদেনের একটি বার্তা পান; যদিও পরে তিনি সেটি বাতিল করে দেন।
বাড়ির মালিকের প্রতিবেশিরা সিমন টলি নামের ওই ব্যক্তি পিট বাইক বিক্রি করার জন্য তাদের কাছে এসেছিলেন বলে নিশ্চিত করেন। এই ঘটনার পর ওই নারী ফেসবুকে লগ ইন করেন এবং টলির সাথে যোগাযোগ করেন। পরে তিনি ওই নারীর কার্ড ব্যবহার করে কেনাকাটার কথা স্বীকার করেন এবং খরচ করা অর্থ পরিশোধের প্রস্তাব দেন।
স্টোক-অন-ট্রেন্টের ক্রাউন আদালত টলিকে চুরি ও জালিয়াতির দুই অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। এই মামলায় তাকে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এর মধ্যে দুই বছরের সাজা স্থগিত রাখা হয়েছে।
বাবু/মম