মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
বেড়ায় সড়ক দুর্ঘটনা রোধে আলোচনা সভা
বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৭:৫৩ PM
পাবনার বেড়ায় সড়ক দুর্ঘটনা রোধে ট্রাক চালক ও মালিকদের সচেতন করার লক্ষে এক আলোচনা সভা করেছেন বেড়া মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ জুন) দুপুর ১২টায় বেড়া মডেল থানার হলরুমে এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাদিউল ইসলামের সভাপতিত্বে ওসি তদন্ত সিদ্দিকুর রহমানের পরিচালনার আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহা. সবুর আলী, বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিস সুপার কল্লল কুমার দত্ত।

সভায় ট্রাক মালিক ও শ্রমিকরা তাদের বিভিন্ন অসুবিধা ও প্রতিবন্ধকতার কথাও উল্লেখ করেন। 

এ সময় ইউএনও সবুর আলী বলেন, বেড়া উপজেলায় দিনের বেলায় ট্রাক চালানো যাবে না। প্রত্যেক ড্রাইভারকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অপ্রাপ্ত বয়স্ক ড্রাইভার ও গাড়ির রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালানো যাবে না। বালি বা মাটি পরিবহনের সময়  অবশ্যই ত্রিফল দিয়ে ঢেকে নিতে হবে। 

অত্র থানার ওসিকে নির্দেশনা দিয়ে বলেন, ট্রাক মালিকের নাম, নাম্বার ও গাড়ির রেজিস্ট্রেশন আছে কিনা নোট করুন। আগামী সাপ্তাহে বিআরটিএর অফিসার নিয়ে একদিনের ট্রেনিংয়ের ব্যবস্থা করবো। সেখানে গাড়ি চালানোর বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। যাদের ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের ড্রাইভিং লাইসেন্স করার ব্যবস্থা করে দেওয়া হবে। কোন কোন স্থানে হর্ণ বাজানো বা কত স্পিডে গাড়ি চালানো যাবে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। সবাইকে আইন মেনে চলতে হবে। আইন না মানলে কঠিন শাস্তির বিধান রয়েছে তা প্রয়োগ করা হবে।

অতিরিক্ত পুলিস সুপার কল্লল কুমার দত্ত বলেন, দিনের বেলায় ট্রাক চলবে না, নির্দিষ্ট গতি সিমার মধ্যে চলাচল করতে হবে। আমি নিজেই দেখেছি কিভাবে এই ট্রাকগুলো চলাচল করে। যত সময় ১০০ কিলমিটার গতি না ওঠে তত-সময় খান্ত হয় না। ট্রেনিং দিয়ে কি হবে? ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি হবে? আগে নিজের মনকে প্রশ্ন করতে হবে, কোন স্থানে কত গতিতে যেতে হবে। ভেতরের রাস্তাগুলোতে সার্জেন্ট এনে চেক পোষ্ট করে জরিমানার ব্যবস্তা করবো।সরকারি কাজ চলছে চলবে, মাটি বালু যাবে এটাই স্বাভাবিক।

সরকারি কাজে কেউ বাধা দিতে পারবে না, ট্রাক লাগলে ট্রাক যাবে। কিন্তু নিয়মের ভেতরে থেকেই চলতে হবে। নিয়ম না মেনে চললে একবার থানায় গাড়ি ঢুকলে আর গাড়ি পাবেন না। এমন হুঁশিয়ারিও দেন তিনি। আর সন্ধ্যা সাড়ে ৭টার পরে গাড়ি চালাতে হবে। এতদিন আপনাদের ডাকা হয় নাই মানুষ মেরে ফেলেছেন আজ ডেকেছি। দোষ যার হোক মানুষ মরেছে সেটাই ঠিক। ট্রাক মালিক ও ড্রাইভারদের আরও বলেন, আগামী সাপ্তাহের মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় সবাই থানায় আসবেন আপনাদের লাইসেন্স করার ব্যাবস্থা করে দেওয়া হবে।

আলোচনা সভায় প্রায় ২০০শ ট্রাক মালিক ও ড্রাইভার উপস্থিত ছিলেন।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত