সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম ১০ আসনের সাংসদ সদস্য ডা. আফছারুল আমিন আর নেই (ইন্না.....রাজিউন) । শুক্রবার বিকাল চারটায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্ষিয়ান এই আওয়ামী লীগ নেতা দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ক্যান্সারে ভূগছিলেন৷
প্রয়াত সংসদ সদস্যের পরিবার বাংলাদেশ বুলেটিনকে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করে দেশবাসীর কাছে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়ার আর্জি জানিয়েছেন৷
প্রয়াত ডা. আফছারুল আমিনের ব্যক্তিগত সহকারী দেলোয়ার হোসেন মুঠোফোনে বাংলাদেশ বুলেটিনকে জানান, ২০২০ সালের জানুয়ারিতে স্যারের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে৷ এরপর থেকে তিনি বিভিন্ন স্থানে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন৷ ঢাকার ফর্মালিটিজ সম্পন্ন করে আজকেই তাঁকে চট্টগ্রামে নিয়ে আসা হতে পারে৷ এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের একটি সূত্র বলছেন ঢাকায় প্রয়াত সংসদ সদস্যের একটি জানাযা আয়োজনের সম্ভাবনা আছে৷ সে ক্ষেত্রে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা কিংবা দলীয় কার্যালয়ের সামনে ১ম নামাজের জানান শেষে হেলিকপ্টার জোগে মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে৷
মৃত্যু কালে তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দ্বায়িত্ব পালন করছিলেন।
১৯৫২ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের দক্ষিণ কাট্টলীর একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম ডা. আফছারুল আমীনের। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পর পর পাঁচবার সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি এই আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।
-বাবু/এ.এস