শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদককে বহিষ্কার
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ১১:১৪ AM
পি‌রোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। শুক্রবার রা‌তে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিদ রশিদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২৩ মে জেলা বিএনপির কার্যালয়ের সামনে চায়ের দোকানে বদিউজ্জামান শেখের সঙ্গে জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান আহম্মেদের কথা-কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হ‌য়ে বদিউজ্জামান পানির গ্লাস দিয়ে ইমরান আহম্মেদের মাথায় আঘাত কর‌লে ইমরানের মাথা ফেটে যায়। পরদিন ইমরান আহম্মেদ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে বদিউজ্জামান শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অ‌ভি‌যো‌গে ২০২২ সালের ২৭ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি তানজিদ হাসানকে বদিউজ্জামান শেখ মারধর ক‌রে‌ছে একথা উল্লেখ করা হয়। এ ছাড়া নিজ পরিবারের সদস্যদের জেলা ছাত্রদলের কমিটিতে স্থান, আ‌র্থিক সুবিধার মাধ্যমে উপজেলা কমিটির পদ-বাণিজ্য করার অভিযোগ করা হয়।

বদিউজ্জামান শেখ সাংবা‌দিক‌দের জানান, ‘আমার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আমাকে কোনো কারণ দর্শানোর নোটিশ করেননি। আমাকে অসাংগঠনিকভাবে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদ‌লের সভাপ‌তি ইমরান আহম্মেদ আমাকে অশ্লীল ভাষায় গালি দেয়ায় আমি ক্ষুব্ধ হয়ে তাঁকে আঘাত করেছিলাম।’

জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি তানজিদ হাসান বলেন, বদিউজ্জামানের বিরুদ্ধে পদ-বাণিজ্য, দলের নেতা-কর্মীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় কমিটি তাঁকে বহিষ্কার করেছে।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত