শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
ডোমারে চাঁদা নেওয়া বন্ধের দাবিতে অটো রিক্সা ও ভ্যান শ্রমিকদের বিক্ষোভ
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ৪:৪৬ PM

পৌরসভা এলাকায় অটো রিক্সা ও ভ্যান গাড়ীতে থেকে প্রতিদিন ২০টাকা করে রশিদ ছাড়া অবৈধ ভাবে চাঁদা উত্তোলন বন্ধের দাবিতে নীলফামারীর ডোমারে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা।

শনিবার (৩ জুন) দুপুরে ডোমার বাজারস্থ বাটার মোড় হতে শতাধিক অটো রিক্সা ও ভ্যান নিয়ে বিক্ষোভে অংশ নেয় শ্রমিকরা। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেল ঘুন্টির মোড়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শ্রমিকদের দাবির সাথে সহমত প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এসময় সমাজসেবক নুরুজ্জামান বাবলা, আইয়ুব আলী প্রমূখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, টোল আদায়ের নামে অবৈধ ভাবে পৌর এলাকায় ২০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। কিন্তু কোন রশিদ প্রদান করছে না। উল্লেখিত চাঁদা নেওয়া বন্ধ করতে হবে।

এ ব্যাপারে ডোমার পৌর প্যানেল মেয়র সেলিম রেজা বলেন, জুন টু জুন এক বছরের জন্যে পৌরসভা হতে ৬ লক্ষ টাকায় ইজারা দেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী অটোরিক্সা প্রতি ১৫শত টাকা ও প্রতি অটোভ্যান গাড়ী ৫শত টাকা দিয়ে বাৎসরিক লাইসেন্স করতে হবে। রশিদ ছাড়া ২০ টাকা নেওয়ার ব্যাপারে পৌরসভা কর্তৃপক্ষের কোন সংশ্লিষ্টতা নেই।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত