সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
জাবিতে গণরুম বিলুপ্তির দাবিতে অবস্থান কর্মসূচি
জাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ৮:৩৬ PM আপডেট: ০৩.০৬.২০২৩ ৮:৪০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গণরুম বিলুপ্তিসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল শিক্ষার্থীরা।সর্বশেষ এই সংবাদ লেখা পর্যন্ত ৭২ ঘন্টা ধরে অনশনরত ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী প্রত্যয়ের সঙ্গে সংহতি প্রকাশ করেন তারা। 

শনিবার (৩ জুন) সন্ধ্যা সাতটায় মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে এসে শেষ হয়। এসময় দাবি না মানা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা দেন তারা।

ইংরেজি ৪৭ ব্যাচের শিক্ষার্থী আলিফ মাহমুদ বলেন, 'এই প্রশাসন হল দিতে ব্যর্থ হয়েছে। যার ফলে র‍্যাগিং কালচার বাড়ছে৷ গতকালও কামালউদ্দিন হলে একজনকে স্ট্যাম্প দিয়ে  পিটিয়েছে। প্রশাসন হল খুলতে পারেনি সিট সংকটে। প্রত্যয়ের তিন দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করছি। প্রশাসনের ছত্রছায়ায় ক্ষমতাসীন শিক্ষার্থীরা গণরুম টিকিয়ে রেখেছে।'

৪৯ ব্যাচের শিক্ষার্থী নবীন কিশোর বলেন, "প্রত্যয় নিজের সিটের জন্য বসেনি, সে সকল ছাত্রদের দাবি পুরণের জন্যই অনশনে বসেছে।  তার দাবির সাথে প্রশাসন যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে সে অনশন চালিয়ে যাবে।"

দর্শন ৫১ ব্যাচের শিক্ষার্থী সজিব আহমেদ বলেন, ' এই গরমের মধ্যে আমরা একরুমে ৪১ জন থাকি। রাতে বড়োরা নির্যাতন করে।  ওয়াশরুমেও ফরমাল ড্রেসে যেতে বাধ্য করে। আমাদের উপাচার্য কি এই পরিস্থিতি বিবেচনা করে? গণরুম বিলুপ্তি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।'

উল্লেখ্য, গণরুম বিলুপ্তি, মেয়াদোত্তীর্ন ছাত্রদের অবিলম্বে হল ত্যাগ ও বৈধ শিক্ষার্থীদের হলে সিট নিশ্চিত করার দাবিতে গত বুধবার সন্ধ্যা থেকে অনশন চালিয়ে যাচ্ছেন সামিউল ইসলাম প্রত্যয় নামে এক শিক্ষার্থী।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাবি   গণরুম   বিলুপ্তি   দাবি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত