সোনাগাজী পৌর সভায় অবস্থিত সোনাগাজী সিটি স্কুলের আয়োজনে গুণীজন সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে স্কুল মিলনায়তনে গুনিজন সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোনাগাজী সিটি স্কুলের প্রধান শিক্ষক আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী সমিতি কাতার'র সাধারণ সম্পাদক মোকাররম আলী চৌধুরী সাহাদ ও শরীফ এন্ড সন্স (প্রাঃ) লিমিটেড'র ডিরেক্টর মো. ইসরাফিল মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক গাজী ওবায়দুল হক রনি, ফেনী তালহা (রাঃ) ইসলামী একাডেমি প্রতিষ্ঠাতা ও পরিচালক আবুল হোসেন তাওহীদ ও অভিভাবক সদস্য মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সোনাগাজী সিটি স্কুলের সহকারী শিক্ষক, আবু বকর সিদ্দিক।
বাবু/জেএম