গত কয়েকদিনে দেশে অস্বাভাবিক বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজিতে। নিম্ন আয়ের মানুষের জন্য পেঁয়াজের দাম নাগালে রাখতে আমদানির পথ খুলে দিল সরকার।
আগামীকাল সোমবার (৫ জুন) থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
রবিবার এক বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয় জানায়, পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সকল ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের পেঁয়াজ চাষিরা যেন নায্য মূল্য পায় এজন্য মৌসুমের শুরুতে পেঁয়াজ আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। সেজন্য গত ১৬ মার্চ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। নতুন করে আমদানির অনুমতি পাওয়ায় পেঁয়াজের দাম কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।