রাজবাড়ী বালিয়াকান্দিতে ২০২২-২০২৩ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবয়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৪ জুন) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধারপুর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ গোলাম রসূল, কারিগরি আলোচক ফরিদপুর অঞ্চলের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন সরদার, মাসুমা আক্তার প্রমুখ।
সভায় বক্তারা তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন এবং কৃষি বিভাগ থেকে কৃষকদের সর্বোচ্চ সহযোগিতার কথা ব্যক্ত করেন। এসময় স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
বাবু/জেএম