রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
উখিয়া ক্যাম্পে শিক্ষার্থীকে গুলি করে হত্যা
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ১:০৭ PM
কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে মো. বশির আহমেদ (১৯) নামে এক মাদ্রাসার শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। নিহত মো. বশির আহমেদ উখিয়ার ৬ নম্বর ক্যাম্পের মৃত রহমত উল্লাহর ছেলে।

সোমবার (৫ জুন) সকালে উখিয়ার উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের ব্লক সি-৬ এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, উখিয়ার ৬ নম্বর ক্যাম্পে আরসা সন্ত্রাসী সাদ্দামের নেতৃত্বে ৮/১০ জন আরসা সদস্য একত্রিত হয়ে মাদ্রাসার ছাত্র মো. বশিরকে গলায় ও বুকের উপরের অংশে গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে এপিবিএন ও পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বশিরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত