বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
জনম‌নে মিশ্র প্রতি‌ক্রিয়া
পি‌রোজপু‌রে সংসদীয় আস‌নের সীমানা বদল
এস এম আকাশ, পি‌রোজপুর
প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ৪:১৮ PM আপডেট: ০৫.০৬.২০২৩ ৪:৫৪ PM

সম্প্রতি পিরোজপুর ১ ও পি‌রোজপুর ২ সংসদীয় আসনের র্নিবাচনী এলাকার সীমানা র্নিধারনী সংশোধনী গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর ফলে ভোটারদেও মধ্যে মিশ্র প্রতিক্রীয়ার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। পুনঃনির্ধারিত নির্বাচনী এলাকা সমূহের প্রাথমিক তালিকায় (১২৭)পিরোজপুর-১ ও (১২৮) পিরোজপুর-২ রয়েছে। পুনঃ নির্ধা‌রিত নির্বাচনী এলাকা নেছারাবাদের (স্বরূপকাঠি) ভোটারগণ স্থানীয় নেতাদের দুষছেন এই পরির্বতন করায়। তারা মনে করছেন আগামী নির্বাচ‌নে তাদের (স্থানীয় নেতা) দলীয় মনোনয়ন পাওয়া সহজ করার জন্য এমনটি করেছেন। কারন আগামী নির্বাচ‌নে যারা মনোনয়ন প্রত্যাশী তারাই র্নিবাচন কমিশনে আবেদন ও শুনানীতে অংশ নিয়েছেন। এর পরেই নির্বাচন কমিশন গত শনিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেন। অপরদিকে ইন্দুরকাণী উপজেলার ভোটাররা এ গেজেট প্রকাশের পরেই আনন্দ উচ্ছাস ও মি‌ষ্টি বিতরণ ক‌রেন।

এদিকে পুনঃনির্ধারিত নির্বাচনী এলাকা গঠিত হয়ে নেছারাবাদ (স্বরূপকাঠি) পিরোজপুর-১ আসন থেকে পিরোজপুর-২ আসনে সংযুক্ত হওয়ায় অধিকাংশ ভোটাররা মনে করছেন এ পরির্বতনে উন্নয়ন বাধাগ্রস্থ ও জাতীয় সংসদ র্নিবাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী মনোনয়ন পাবে না। এ কারনে তারা ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করছেন। স্বরূপকাঠির স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান আসাদ তার ফেসবুক আইডিতে লেখেন জীবনে প্রথম যখন স্বরূপকাঠির বলদিয়া ইউনিয়নবাসি, মাননীয় মন্ত্রী শ.ম রেজাউল করিমের হাত ধরে সুটিয়াকাঠি ইউনিয়নবাসি সহ স্বরূপকাঠির সন্ধ্যা নদীর ঘেরা ছয় ইউপিতে উন্নয়নের কাজ শুরু হয়েছে, ঠিক তখনই নির্বাচন কমিশনে গিয়ে এই উন্নয়নকে বাধাগ্রস্থ করতে স্বরূপকাঠি আওয়ামী লীগের কর্ণধাররা পিরোজপুর-১ আসন থেকে আলাদা হয়ে স্বরূকাঠি-কাউখালী নিয়ে একটি আসন চাইলো। যার ফলশ্রুতিতে র্নিবাচন কমিশন গেজেট প্রকাশ করলো কাউখালি-ভান্ডারিয়া ও স্বরূপকাঠি নিয়ে নতুন সংসদীয় আসন ১২৮ পিরোজপুর-২।  আবারও উন্নয়ন বঞ্চিত হতে যাচ্ছি আমরা। কোন স্বা‌র্থে স্বরূপকাঠির নেতারা এমন দাবী জানালো সিইসির কাছে। এটা কি ব্যাক্তি স্বার্থ চরিতার্থ করা নাকি অন্য কিছু? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবার কেউ কেউ এ ঘোষণার স্বপক্ষে মতামত ব্যক্ত করেছেন।

বিএনপি নেতা এইচ দ্বীন মোহাম্মদ তার ফেসবুক আইডিতে লেখেন গত ১/১১ সরকারের সময় বরিশালে আসন পুনঃবিন্যাস এর উপরে সা‌র্কিট হাউজে আমার আবেদন শুনানি হয়েছিলো। তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার সামসুল হুদার সামনে আমার আবেদনের পরিপেক্ষিতে পিরোজপুর-২ ভান্ডারিয়া-কাউখালী-স্বরূপকাঠি আসন সিদ্ধান্ত হয়েছিলো। সেই সিদ্ধান্ত এবার পুনঃবহাল হয়েছে। তখন সেই বৈঠকে এই জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্ট আইজীবীরা উপস্থিত ছিলেন। এই আসনে যারা নির্বাচন করবেন যদি রাতের ভোট দিনে হয়, এবং নিরপেক্ষ সরকারের অধীনে হয় তাহলে এই আসনে খেলা হবে। প্রার্থী‌দের কাউখালী উপজেলাবাসীর উপর অনেক নির্ভরশীল হতে হবে।

দীর্ঘদিন থেকে পিরোজপুর-২ আসনে জাতীয় পা‌র্টি (এরশাদ) পরর্বতীতে জাতীয়পা‌র্টি (জেপি মঞ্জু) থেকে মনোনয়ন পেয়ে আসছেন আনোয়ার হোসেন মঞ্জু। সেই ইঙ্গিতে কাউখালী উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুহিয়া বেগম হাসি ফেসবুকে লেখেন এখন পিরোজপুর-২ আসনের ভোটারগণ নৌকা র্মাকার মনোনয়নের প্রত্যাশায় থাকলাম। প্রার্থী কে হবেন জানিনা, তবে সাদরে গ্রহণ করব। 
অন্যদিকে পিরোজপুর-১ আসনের সাথে আবারও যুক্ত হওয়ায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী দেলাওয়ার হোসেন সাঈদীর জন্মস্থান জামায়াত অদ্ধষিত এলাকা ইন্দুরকানী উপজেলার ভোটাররা মহা খুশী। বিশেষ করে জামায়াত-বিএনপির ভোটাররা আনন্দ প্রকাশ করছেন। তারা চায়ের দোকান গুলোতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। আনন্দ মিছিল শেষে অনুষ্ঠিত এক সমাবেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন ইন্দুরকানী উপজেলা জাতীয়পা‌র্টি -জেপি (মঞ্জু) এর কবল থেকে মুক্ত হলো। এ উপজেলায় আওয়ামী লীগের ঘাটি হলেও জাতীয়পা‌র্টি-জেপি উপজেলাবাসীকে কব্জা করে রেখেছিল।

পিরোজপুর-১ র্নিবাচনী এলাকা আগে যেমন ছিলো-
পিরোজপুর-১ আগে ছিলো পিরোজপুর সদর-নেছারাবাদ (স্বরূপকাঠি)-নাজিরপুর উপজেলা নিয়ে গঠিত। একাদশ সংসদ র্নিবাচনে ভোটার সংখ্যা ছিলো ৪লক্ষ ১৮ হাজার ৯শ ৭৪ জন। এখানে আওয়ামীলীগ থেকে মনোনীত সংসদ সদস্য আছেন মস্য ও প্রানিসম্পদ মন্ত্রী  অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম।

পিরোজপুর-১ র্নিবাচনী এলাকা এখন যেমন হলো :
প্রকাশিত গেজেট সূত্র অনুযায়ী জানাগেছে দ্বাদশ সংসদ র্নিবাচনকে সামনে রেখে সংসদীয় আসন পিরোজপুর-১ (১২৭) নতুন সীমানা অনুযায়ী (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী )উপজেলা নিয়ে গঠন করা হয়েছে। এখানে পিরোজপুর-২ আসন থেকে পিরোজপুর-১ আসনে অর্ন্তভুক্ত করা হয়েছে ইন্দুরকানী উপজেলাকে। এখন এ আসনের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬৫ হাজার ৫৭৭ জন।

পিরোজপুর-২ র্নিবাচনী এলাকা আগে যেমন ছিলো :
পিরোজপুর-২ আগে ছিলো ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা নিয়ে গঠিত। একাদশ সংসদ র্নিবাচনে ভোটার সংখ্যা ছিলো ২লক্ষ ২০ হাজার ৫শ ৮ জন। এখানে সংসদ সদস্য হিসেবে আছেন জাতীয়পা‌র্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

পিরোজপুর-২ র্নিবাচনী এলাকা এখন যেমন হলো :
প্রকাশিত গেজেট সূত্র অনুযায়ী জানাগেছে দ্বাদশ সংসদ র্নিবাচনকে সামনে রেখে সংসদীয় আসন পিরোজপুর-২ (১২৮) নতুন সীমানা অনুযায়ী (ভান্ডারিয়া- কাউখালী-নেছারাবাদ) উপজেলা নিয়ে গঠন করা হয়েছে। এখানে পিরোজপুর-১ আসন থেকে পিরোজপুর-২ আসনে অর্ন্তভুক্ত করা হয়েছে নেছারাবাদ উপজেলাকে। এখন এ আসনের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে (হালনাগাদ) ৩ লক্ষ ৮২ হাজার ৫১৮ জন।
সংসদীয় আসন পিরোজপুর-৩ (১২৯) মঠবাড়িয়া একটি উপজেলা নিয়ে আগের মতই বহাল আছে। এ আসনে সংসদ সদস্য হিসেবে আছেন জাতীয়পা‌র্টি (এরশাদ) থেকে মনোনীত ডাক্তার রুস্তুম আলী ফরাজী। এ আসনের হাল নাগাদ ভোটার সংখ্যা অনুযায়ী ভোটার ২লক্ষ ২১ হাজার ৯৩৭ জন। এ আসনে এর আগে ভোটার সংখ্যা ছিলো ১লক্ষ ৮৯ হাজার ৭৬৩ জন।

পিরোজপুর-১ (১২৭) আসনের সংসদ সদস্য,ম স্য ও প্রানিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি লন্ডন থেকে জানিয়েছেন, পিরোজপুর নির্বাচনী এলাকা ১ থেকে নেছারাবাদ উপজেলাকে পিরোজপুর ২ (১২৮) এর সঙ্গে সংযুক্ত করা কোনভাবেই সঙ্গত হয়নি।

নেছারাবাদের জনসাধারণের ইচ্ছার কোন প্রতিফলন ঘটেনি। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হওয়া, এবং পাইপ লাইনে থাকা অনেক উন্নয়নের প্রকল্প, সন্ধ্যা ও বেলুয়া নদীর উপরে দীর্ঘ সেতু র্নিমাণের প্রাথমিক সমীক্ষা সম্পন্ন হয়েছে। এখন নকশা প্রণয়ন চুড়ান্ত র্পযায়ে। টেন্ডার প্রক্রিয়ায় যাবার মতো অবস্থায়। অনেক মেগা প্রকল্প এবং গুরুত্বর্পূণ বিষয় অব্যাহত রাখার প্রয়োজন। যা বিঘ্নিত হবে। এ জাতীয় আসন বিন্যাসে এলাকার উন্নয়ন ব্যহত হওয়া ছাড়াও সামাজিক, রাজনৈতিক ভাবে র্দীঘদিনের একটি সুসর্ম্পক ক্ষতিগ্রস্ত হবে। সীমিত ২/৪ জন লোকের ব্যক্তিগত অভিলাষ পূরণের আকাঙ্খা থেকে এ জাতীয় কাজ করা হয়েছে। নির্বাচ‌নের পূর্বক্ষ‌নে এ জাতীয় একটি বড় ধরনের পরির্বতন, কোনোভাবেই জনমতের প্রতিফলন নয়। বিশেষ ব্যক্তিদের স্বার্থসিদ্ধির জন্য করা হয়েছে। নির্বাচনী গেজেটের বিরুদ্ধে কেউ আপিল করবেন কি না সে বিষয়ে কোন মতামত পাওয়া যায়নি।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত