শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
গলাচিপায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ৫:১৪ PM

পটুয়াখালীর গলাচিপায় পৃথকস্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জুন) দিনের বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

নিহত তিন শিশু হলো গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামের জুবায়ের মৃধা (৪), গোলখালী ইউনিয়নের ছোট গাবুয়া গ্রামের মাইনুল ইসলাম (৩) এবং গলাচিপা ইউনিয়নের লোন্দা গ্রামের হেলাল মাতবারের ছেলে প্রতিবন্ধী তামিম মাতবর (১০)।

সকালে জুবায়ের মৃধার বাবা ও মা ঘরে কাজ করার সময় সবার অগোচরে পুকুরে পরে যায় জুবায়ের। এসময় শিশুর মা তাকে খুঁজতে গিয়ে পুকুরে মরদেহ ভাসতে দেখে।

তামিমের বাবা প্রতিদিনের মতো কাজে গেলে তার মা গরু চড়াতে যায়। এসময় বাড়ির পাশে খালে পড়ে যায় প্রতিবন্ধী তামিম।

অপরদিকে মাইনুল ইসলামকে তার বাবা নানাবাড়ি রেখে গ্রামের বাড়িতে যায়। এসময় নানাবাড়ির পাশে ডোবায় পড়ে যায় মাইনুল ইসলাম।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোনিত কুমার গায়েন জানান, সকাল থেকে এ পর্যন্ত পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত