বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
গরমে হাই স্কুল-কলেজে মানতে হবে যেসব নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ৭:০৬ PM আপডেট: ০৫.০৬.২০২৩ ৭:১৫ PM
তীব্র গরমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস কার্যক্রম বন্ধ করা হয়েছে। আগামী (০৮ জুন) পর্যন্ত বন্ধ থাকবে ক্লাস। গতকাল রোববার এই নির্দেশনা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এদিকে  সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার ক্লাসও আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ।

আজ সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এসব বিষয়ে জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা বলা হয়েছে, আগামী পাঁচ থেকে ছয় দিন দাবদাহ অব্যাহত থাকতে পারে। এ লক্ষ্যে আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক বিদ্যালয় বন্ধ হলেও মাধ্যমিক-কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না। তাদের জন্য ছয়টি নির্দেশনা দিয়েছে অধিপ্তর।

নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাত্যাহিক সমাবেশ স্থগিত করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো রোদের মধ্যে শিক্ষার্থীদের খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখবে। শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের দিতে হবে, প্রয়োজনে বাসা থেকে তারা পানি নিয়ে আসবে।

শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো বাতাসের জন্য সব দরজা জানালা খোলা রাখবে। শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়ত ও কর্মচারীদের কক্ষে বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গরম   হাই স্কুল   কলেজ   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত