বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
ডিনস অ্যাওয়ার্ড পেলেন পাবিপ্রবির ১৪ শিক্ষার্থী
পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ৮:১০ PM আপডেট: ০৫.০৬.২০২৩ ৮:১৫ PM
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বিভিন্ন বিভাগের ১৪ জন মেধাবী শিক্ষার্থীকে 'ডিনস অ্যাওয়ার্ড' প্রদান করা হয়েছে। স্নাতকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

সোমবার (৫ জুন) ১৫তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। এ সময় উপাচার্য ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ। এবং বিশেষ অতিথি হিসেবে  উপ-উপাচার্য ড.এস এম মোস্তফা কামাল খান ও ট্রেজারার অধ্যাপক ড. কে এম সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থীরা হলেন, ইইই বিভাগের মো. মেহেদী হাসান তানিম , আইসিই বিভাগের মো. মারুফ হোসেন ও একই বিভাগের তাহসীনা নাজনীন, ব্যবসায় প্রশাসনের নাজমুল হক সাগর।  

২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের মো. সেলিম উদ্দিন, মোছা. সোহেলী আক্তার নিফা ও একই বিভাগের সুমি খাতুন, পদার্থবিজ্ঞান বিভাগের মো. নাদিম মাহমুদ নবীন ও একই বিভাগের শারমিন আক্তার, ব্যবসায় প্রশাসন বিভাগের হাসিবুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের মো. রিপন হোসাইন, সমাজকর্ম বিভাগের অপর্ণা রানী, একই বিভাগের মোছা. মঞ্জিলা পারভীন এবং ইইসিই বিভাগের মোছা. মার্জিয়া খাতুন। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত