বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
বিশ্ব পরিবেশ দিবসে আখাউড়ায় আলোচনা সভা
আখাউড়ায় (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ১১:১৯ AM আপডেট: ০৬.০৬.২০২৩ ১:২৯ PM
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরিবেশবাদী সংগঠন প্রকৃতি ও পরিবেশ ক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

‘প্রকৃতি বাঁচাও, প্রাণবিক ধরিত্রী গড়ো’ সবাই মিলে করি পণ বন্ধ হবে প্লাস্টিক দূষণ এই শ্লোগানকে সামনে রেখে, সোমবার বিকেলে উপজেলা দক্ষিণ ইউনিয়নের ধলেশ্বর গ্রামে রাবিয়া খাতুন স্মৃতি 

পাঠাগার মিলনায়তনে আলোচনা সভায় ক্লাবের সদস্য সচিব রাকিব উদ্দিনের সঞ্চালনায় আখাউড়া প্রকৃতি ও পরিবেশ ক্লাবের আহ্বায়ক সাংবাদিক রুবেল আহমেদ এর সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা, রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা, সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাড. আকছির এম. চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদীন। 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী হান্নান খাদেম, বেসরকারি গ্রন্থাগার ব্রাহ্মণবাড়িয়ার জেলার সাধারণ সম্পাদক কবির হোসেন কানু, আকছির এম চৌধুরী চ্যারিটি ট্রাস্টে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিরিন আক্তার, রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের গ্রন্থাগার আয়েশা আক্তার, সীমান্ত পাখি রক্ষা সংগঠনে আহ্বায়ক মো. তোফায়েল প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, দিনে দিনে আমাদের জীবনমান উন্নত হচ্ছে। জীবিকা ও উন্নয়নের তাগিদে তৈরি হচ্ছে বহুতল ভবন, রাস্তাঘাট, কলকারখানা। যার ফলে কাটা পড়ছে অসংখ্য গাছ। কলকারখানার কালো ধোঁয়া বাতাসে মিশে বায়ু দূষিত করছে। কালো ধোঁয়ায় থাকা সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইড, সিসাসহ অন্যান্য ক্ষতিকর উপাদান বাতাসে ছড়িয়ে পড়ছে, যা মানবদেহের জন্য হুমকি। অন্য দিকে পরিবেশ রক্ষায় আমাদের প্লাস্টিক ব্যবহারে সতেচনতার বিকল্প নেই। জীবনে প্রতিটি ক্ষেত্রে আমরা প্লাস্টিক ব্যবহারে করছি, ভয়ঙ্কর বিষয় হলো এই প্লাস্টিকে মোড়ানো খাবারের কারণে মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছি প্রতিদিন। নদী ও সমুদ্রের মাছগুলো পলিথিন খাচ্ছে, আর সেই মাছ মানুষ খেয়ে নানা রোগে আক্রান্ত হয়। তাই সচেতনায় হতে পারে এ থেকে পরিত্রাণ পাওয়ার অন্যতম উপায়। প্লাস্টিক আবিষ্কার প্রথমে আমাদের জন্য আর্শীবাদ ছিলো। কিন্তু যত্রযত্র এর ব্যবহারের ফলে পরিবেশ ও মানব জাতির জন্য অনেক বড় ক্ষতি হচ্ছে। এর ক্ষতিকার দিকগুলো নিয়ে সরকার, সাধারণ জনগণসহ সবার সমন্বয়ে কাজ করতে হবে। যাতে করে আমরা একটি সুন্দর ও স্মার্ট বাংলাদেশ গড়তে পারি।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিশ্ব   পরিবেশ   দিবস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত