বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
ঈশ্বরদীতে নবাগত ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ২:৩১ PM
পাবনার ঈশ্বরদীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার দাসের সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা আনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে মঙ্গলবার (৬ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার বলেন, ঈশ্বদীতে যতদ্রুত সম্ভব আমি পাঠাগার নির্মাণের কাজ শুরু করবো, উপজেলাবাসীর পাঠাগার আপনাদেরকে সাথে নিয়েই করবো। শুধু পাঠাগার নয়, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে পাঠাগারে সাথে আইসিটি ল্যাব তৈরি করা হবে। উপজেলার বেকার যুবকরা পাঠাগারে যাবে, বই পড়বে, পাঠাগারে স্মার্ট কর্নার করা হবে। সেখানে ফ্রি ল্যান্সিং এর ব্যবস্থা থাকবে, সেখানে যুবকরাঅর্থ উপার্জনের ব্যবস্থা করতে পারে। সেই সাথে আজ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। 

মুক্তিযোদ্ধাদের সম্মানে এই মতবিনিময় সভার ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানিয়ে এ সময় বীর মুক্তিযোদ্ধা আ.ত.ম  শহীদুজ্জামান নাসিম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহ সভাপতি খন্দকার মাহাবুবুল হক, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দীন বিশ্বাস ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্ট প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করে উপস্থিত মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানানো হয়।  উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) টিএম রাহসিন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলিসহ বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।  

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত