‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উদ্বোধন হয়েছে। বুধবার (৭ জুন) সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ে এ বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন। এসময়, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. অরিফ হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সঞ্জিব ত্রিপুরা, জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, স্বাস্থ্য কর্মকর্তা এবং বেসরকারি উন্নয়ন সংস্থা লীন’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা, পুষ্টিস্তর উন্নয়নে তিনটি এতিমখানা ও লিল্লাহ বোডিং এ পুষ্টিকর খাবার সরবরাহ, মা সমাবেশ, জেলা সদর হাসপাতালে মুক্তিযোদ্ধা ও প্রবীণদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বাবু/জেএম