ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ হয়ে যায়। যে কারণে ছয় থেকে সাতশ যাত্রী আটকা পড়েছে। ইমিগ্রেশন সার্ভার সমস্যা থাকায় যাত্রী পারাপার করতে পারছিলেন না।
এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকে বিমান পাবেন না বলে দুশ্চিন্তায় পড়েন। বিশেষ করে বৃষ্টি শুরু হলে ভোগান্তি বাড়ে। শেষ পর্যন্ত বেলা ১টার পর বিশেষ ব্যবস্থায় হাতে লিখে পারাপার শুরু করানো হয়।
কিশোরগঞ্জ ভৈরবের যাত্রী মো. সোহাগ জানান, শত শত যাত্রী গরমে কষ্ট করছেন। অনেকে বিমানের টিকিট কাটা থাকায় সমস্যায় পড়েছেন। ইমিগ্রেশনের উপ-পরিদর্শক মোর্শেদুল হক জানান, সকাল থেকেই সার্ভার কাজ করছে না। কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। পরে হাতে লিখে নথিভুক্ত করে যাত্রী পারাপার শুরু করা হয়।
বাবু/জেএম