সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
রাজবাড়ীতে ৪১ হাজারে বিক্রি পদ্মার বাগাড়
মেহেদী হাসান, রাজবাড়ী
প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৫:৩৮ PM
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে সাড়ে ২৭ কেজি ওজনের এক বাগাড় মাছ ধরা পড়েছে। শুক্রবার (৯ জুন) সকালে জেলে জব্বার শেখের জালে মাছটি ধরা পড়ে।

জেলে জব্বার শেখ বলেন, প্রতিদিনের মতো রাতে পদ্মায় ট্রলারে মাছ ধরতে যাই। সকালের দিকে দেখতে পাই বড় একটি বাগাড় মাছ জালে ধরা পড়েছে। মাছটি  বিক্রির জন্য দৌলতদিয়ার রওশনের আড়তে নিয়ে এলে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ মাছটি নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, আজ সকাল ১০টার দিকে রওশনের আড়ত থেকে বাগাড় মাছটি নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে কিনে নেই। পরে যোগাযোগ করে মাছটি প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে ৪১ হাজার ২৫০ টাকায় ঢাকার মিরপুরে বিক্রি করি।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত