সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
খালেদা জিয়া রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলে জামিন বাতিল হবে: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১১ জুন, ২০২৩, ২:২১ PM

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেই তার জামিন বাতিল হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল’রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না। তিনি সুস্থ হলে আইনত তার সাজার বাকি অংশ কার্যকর করাই সরকারের প্রধান কাজ।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আনিসুল হক বলেন, ‘ওনার (খালেদা জিয়া) চিকিৎসা এদেশেই সম্ভব। তিনি যেসব শর্তে মুক্তি পেয়েছেন তার বাইরে যাওয়ার কোনো সুয়োগ নেই।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া যে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন, সেটাও তো সরকারের দেওয়া শর্তের বাইরে।তার বিষয়ে অন্য কোনো চিন্তাভাবনা সরকারের নেই।’

অনুষ্ঠানে মার্কিন ভিসানীতি প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘মার্কিন ভিসানীতির কারণে অপমানিত হয়েছে বাংলাদেশ। এর সুষ্ঠুভাবে প্রয়োগ করলে আপত্তি নাই। কিন্তু শুধু একটা দলের জন্য ব্যবহার করলে আপত্তি আছে।’

উল্লেখ্য, খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পর নির্বাহী আদেশে কারাগারের বাইরে আছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজা হয়।

২০২০ সালের ২৫ মার্চ সাময়িক মুক্তি মেলার পর থেকে গুলশানের বাসাতেই থাকছেন খালেদা জিয়া। সবশেষ গত ২৬ মার্চ তার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
 
 
-বাবু/ সাদরিনা 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চিকিৎসা   খালেদা জিয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত