নড়াইল জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জুন) সকালে নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন সকল পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশের মূলনীতি ধারণ করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দেন।
এ সময় তিনি ফোর্সের ডিসিপ্লিন, ড্রেসরুল, পেশাদারিত্ব এবং পুলিশি সেবা নিশ্চিতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য প্রদান করেন। মাস্টার প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম