কক্সবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাশেদুল হক রাশেদের পক্ষে টাকা বিতরণের সময় মো. ইসমাইল হোসেন নামে একজনকে হাতেনাতে আটক করা হয়েছে।
গতকাল শনিবার (১০ জুন) ১০নং ওয়ার্ডের মোজাহারপাড়া এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাশেদুল হক রাশেদ এর পক্ষে টাকা বিতরণের সময় মো. ইসমাইল হোসেন নামে বিদ্রোহী প্রার্থীর এক কর্মীকে হাতে নাতে আটক করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং ঘটনার সত্যতা পেয়ে জনসম্মুখে নির্বাচনী আসন বিধি লঙ্ঘনের দায়ে, নির্বাচনী ১৭ (গ) ধারায় ইসমাইল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং তার নিকট থাকা ২২৬০ টাকা ও টাকা বিতরণের লিস্ট জব্দ করেন।
-বাবু/এ.এস