আসন্ন পবিত্র ঈদুল আযহায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ও ঢাকা-আরিচা মহাসড়কে সুষ্ঠ নিরাপদ ফেরি, লঞ্চ, স্পিডবোট ও যানবাহন চলাচলে ব্যবস্থা গ্রহণে মঙ্গলবার শিবালয় থানা প্রাঙ্গণে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মানিকগঞ্জ পুলিশ সুপার গোলাম আজাদ খান প্রধান অতিথি ছিলেন।
এ সময় শিবালয় সার্কেল এএসপি মারুফা নাজনীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন, ওসি শাহনুর এ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম খান, আ’লীগ সম্পাদক এমএ কুদ্দুস বিএ, মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু, উপজেলা প্রেসক্লাব সভাপতি বাবুল আকতার মঞ্জুর, জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, সম্পাদক শহিদুল ইসলাম, আরিচা বন্দর কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন, ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল, আব্বাস আলী, আনিসুর রহমান আনিস, মুন্তাকিম রহমান খান অনিক, শাহজাহান মিয়া, স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি ইকবাল হোসেন, সম্পাদক দুলাল হোসেনসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, আসন্ন ঈদের আগে-পরে সকল ঘাটে মহাসড়কে চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায়, মলম পার্টি ও ছিনতাই ইত্যাদি রোধে পুলিশসহ সকল সংস্থার সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা প্রয়োজন। এছাড়া সন্ধার পরে লঞ্চ, স্পীডবোট ও নৌকা ইত্যাদি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
বাবু/জেএম