পুলিৎজার পুরস্কার বিজয়ী আমেরিকান লেখক করম্যাক ম্যাকার্থি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯। বুধবার (১৪ জুন) লেখকের ছেলে জন ম্যাকার্থির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, নিউ মেক্সিকোর সান্তা ফে-তে নিজ বাড়িতে মঙ্গলবার লেখক করম্যাক ম্যাকার্থির মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
‘দ্য বর্ডার ট্রিলজি’র প্রথম বই ‘অল দ্য প্রিটি হর্সেস’ ১৯৯২ সালে করম্যাক ম্যাকার্থিকে প্রথম আলোচনায় নিয়ে আসে। বইটি থেকে পরবর্তীতে সিনেমা নির্মাণ করা হয়। ৬০ বছর বয়স পর্যন্ত তেমন পরিচিতি ছিল না ম্যাকার্থির। ২০০৬ সালে ‘দ্য রোড’ উপন্যাসের জন্য পুলিৎজার পুরস্কার পাওয়ার পর তিনি বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন। অনেকেই তাকে আর্নেস্ট হেমিংওয়ে ও উইলিয়াম ফকনারের পর সবচেয়ে শক্তিশালী আমেরিকান লেখক বলে মনে করেন।
-বাবু/ সাদরিনা