টেক জায়ান্ট গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির জন্য ডাক পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৫তম ব্যাচের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামে। সে পূর্বধলা সরকারি কলেজের অফিস সহকারী মো. আব্দুল হেকিম এবং বুধি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বিলকিস সুলতানার ছেলে।
জানা গেছে, শতবর্ষী বিদ্যাপীঠ পূর্বধলা জে.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি এবং ২০১৬ সালে ময়মনসিংহের আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি পাস করেন। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি হন। বর্তমানে ইনোসিস সলিউশনস নামের কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন।
ফারহান বলেন, গুগলের পোল্যান্ডের অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজের প্রস্তাব পেয়েছেন। গতকাল মঙ্গলবার (১৩ মে) রাতে অফার লেটার পেয়েছেন।
চলতি বছরের অক্টোবরে ২ তারিখ থেকে কর্মস্থলে যোগ দেবেন। ফারহান নিজেই গণ্যমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গুগলে ডাক পাওয়ার বিষয়ে ফারহান বলেন, গুগলে চাকরি করা আমার ছোটবেলার স্বপ্ন। স্কুল থেকে প্রোগ্রামিং শুরু করি। বিশ্ববিদ্যালয়ে এসে এর বিস্তর জানতে পারি। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই গুগলে জব করব, এমন চিন্তা-ভাবনা নিয়ে আমি প্রস্তুতি নিয়েছিলাম ও বন্ধুদের সাথে অনুশীলনও করতাম। এখন আমার স্বপ্ন পূরণ হয়েছে।
-বাবু/এ.এস