রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
বিশ্ববাজারে ‘সর্বনিম্ন’ দরে স্বর্ণ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ১:০৬ PM

চলতি বৈঠকে সুদের হার অপরিবর্তিত রেখেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। তবে আগামীতে তা বাড়ানো হতে পারে। এ আভাসে দেশটির মুদ্রা ডলারের মান বেড়েছে।

এতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ব্যাপক দরপতন ঘটেছে। গত ৩ মাসের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে শেয়ারবাজারভিত্তিক যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার (১৫ জুন) স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ। কার্যদিবসের শুরুতে প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৩৩ ডলার ৮৯ সেন্টে। গত ১৭ মার্চের পর যা সবচেয়ে কম।

অন্যদিকে, সরবরাহ মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯৪৫ ডলার ৭০ সেন্টে।

ফেড ইঙ্গিত দিয়েছে, প্রত্যাশার চেয়ে অর্থনীতি বেশি শক্তিশালী হতে পারে। পাশাপাশি মূল্যস্ফীতি ধীরে ধীরে কমতে পারে। ফলে চলতি বছরের শেষ নাগাদ ঋণ গ্রহণের খরচ আরও অর্ধ-শতাংশ পয়েন্ট বৃদ্ধি পাবে।

সিঙ্গাপুর ভিত্তিক ডিলার গোল্ডসিলভার সেন্ট্রালের ব্রায়ান ল্যান বলেন, ২০২৩ সালে আরও দুইবার সুদের হার বাড়ানো হতে পারে। ফলে চাপে পড়েছে বুলিয়ন মার্কেট। এতে স্বর্ণের দাম কমেছে। সামনে প্রতি আউন্সের দর ১৯২০ ডলারের আশেপাশে থাকার সম্ভাবনা আছে।

এদিন ডলার সূচক ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে অন্যান্য মুদ্রাধারণকারীদের কাছে স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিশ্ববাজার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত