শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
লিভার ও কিডনি জটিলতায় ভুগছেন খালেদা জিয়া
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ১:২৪ PM

হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার অন্যান্য রোগগুলো মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে লিভার ও কিডনি জটিলতায় বেশি ভোগাচ্ছেন তাকে। এজন্য তাকে আরও কয়েকদিন হাসপাতালে থেকেই চিকিৎসা নিতে হবে।

বিএনপির একজন চিকিৎসক নেতা এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ম্যাডামের এখন লিভার ও কিডনি জটিলতা বেশি। চিকিৎসকরা ওষুধ দিয়ে সেটাকে নিয়ন্ত্রণের রাখার চেষ্টা করে যাচ্ছেন। এমনিতে মোটামুটি ভালো আছেন।

তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে তার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেনকে একাধিকবার ফোন করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডাম কেবিনে আছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে। ওনার শারীরিক অবস্থা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো নেই। আলহামদুলিল্লাহ। চিকিৎসকরা ওনাকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

খালেদা জিয়ার চিকিৎসকরা বলছেন, নানা রোগে আক্রান্ত খালেদা জিয়া। বর্তমানে তার লিভার জটিলতা সবচেয়ে বেশি। এর বাইরে কিডনির সমস্যাও কিছুটা আছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা চলছে। পাশাপাশি রিপোর্টগুলো মেডিকেল বোর্ডের চিকিৎসকরা পর্যালোচনা করছেন। সেই অনুযায়ী তাকে ওষুধ দেওয়া হচ্ছে। নতুন করে কোনো সমস্যা দেখা দিলে আগামী শনি-রোববার তাকে হাসপাতাল থেকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেওয়ার একটা আলোচনা আছে।

জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে বরাবরের মতো তার গৃহকর্মী ফাতেমাসহ দুইজন ব্যক্তিগত কর্মকর্তা আছেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খালেদা জিয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত