শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
সুইডেনকে ন্যাটোতে সদস্যপদ পেতে ভোট দিচ্ছে না তুরস্ক: এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ২:২০ PM

তুরস্কের বিরোধী শক্তির বিরুদ্ধে এখনও যথেষ্ট পদক্ষেপ নেয়নি সুইডেন। এর জেরেই ফের তোপ দাগলেন এরদোয়ান। এখনই ন্যাটোতে অন্তর্ভুক্ত হতে সুইডেনকে সমর্থন করবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি।

তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান আজারবাইজান সফরে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে তিনি বুধবার (১৪ জুন) সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই সুইডেনের ন্যাটোয় যোগ দেওয়া প্রসঙ্গে এসব কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট।

একই সময়ে অবশ্য আঙ্কারায় সুইডেন, তুরস্ক ও ন্যাটোর প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলছে। সুইডেনের ন্যাটোয় যোগ দেওয়া নিয়েই এই আলোচনা।

এরদোয়ান বলেন, সুইডেন ও ন্যাটোর প্রতিনিধিদের কাছে তার বক্তব্য পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। আপাতত সুইডেনের পক্ষে ভোট দিচ্ছে না তুরস্ক। কিছুদিনের মধ্যেই লিথুয়ানিয়ায় জোটের শীর্ষ সম্মেলন আছে। সেখানে সুইডেনের প্রতি সমর্থন জানাবে না তুরস্ক, স্পষ্ট জানিয়ে দেন তুরস্কের প্রেসিডেন্ট।

এরদোয়ান বলেন, ‘সুইডেন সন্ত্রাসবাদী আইনে পরিবর্তন এনেছে, কিন্তু তা যথেষ্ট নয়। সুইডেনে বসবাসকারী তুরস্কের বিরোধী শক্তির বিরুদ্ধে এখনও যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের গ্রেপ্তার করা হয়নি।’

তুরস্কের প্রেসিডেন্টের অভিযোগ, ‘সুইডেনে এখনও পিকেকে সমর্থকেরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এর থেকেই প্রমাণিত হয়, সুইডেন পিকেকে সমর্থকদের গ্রেপ্তার করতে খুব বেশি উৎসাহী নয়। সুইডেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তুরস্ক সুইডেনের পক্ষে ভোট দেবে না।’ 

তুরস্কের ওপরেই আপাতত নির্ভর করছে সুইডেনের ন্যাটোয় যোগদান। জোটের বাকি রাষ্ট্রগুলো সমর্থন করলেও তুরস্ক সুইডেনের পক্ষে ভোট দেয়নি। তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ধারণা করা হয়েছিল, এরদোয়ান এ বিষয়ে কিছুটা নমনীয় হবেন। তবে প্রেসিডেন্টের এ দিনের বক্তব্য থেকে স্পষ্ট, বিষয়টি নিয়ে তিনি নিজের অবস্থান এখনও পরিবর্তন করেননি।

-বাবু/ সাদরিনা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সুইডেন   ন্যাটো  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত