রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
ডিমলায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নলকূপ বিতরণ
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)
প্রকাশ: শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ৫:৩০ PM
সুবিধাঞ্চিত পরিবারের মাঝে বিশুদ্ধ পানির নিশ্চয়তায় নীলফামারীর ডিমলায় অসহায় ও গরিব পরিবারের মাঝে বিনামূল্যে নলকূপ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ জুন) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ছওয়াব’র উদ্যোগে ডিমলা উপজেলা পরিষদ মাঠে অসহায় ও গরিব ৬০টি পরিবারের মাঝে বিনামূল্যে নলকূপ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, ছওয়াব, ঢাকা’র সঞ্চালনায় ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান, ডিরেক্টর অপারেশন ছওয়াব, ঢাকা মোহাম্মদ আফতাবুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, জেলা পরিষদের সদস্য মো. ফেরদৌস পারভেজ, ডিমলা সদর ইউনিয়নের চেয়ারম্যান এ এইচ এম ফিরোজ সরকার, মো. উদয় সরকার প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, ছওয়াব হচ্ছে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি ১৯৯৫ সাল থেকে গরিব ও দুঃখী মানুষের মাঝে বিনা শর্তে কাজ করে যাচ্ছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত