জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পিরোজপুরের ভান্ডারিয়ায় কর্মরত সাংবাদিকরা।
রোববার বিকেলে ভান্ডারিয়া প্রেস ক্লাবের আয়োজনে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে শেষ হয়।
মানববন্ধনে নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় সাংবাদিকরা। এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখের প্রেসক্লাবের সহ-সভাপতি এম.এম. রিয়াজ মাহামুদ মিঠু, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিলন, সাংবাদিক মো. শহিদুল ইসলাম, মো. মামুন হোসেন, মো. জাকির হোসেন কাজী, মো. শহিদুল ইসলাম মল্লিক, মো. মিজানুর রহমান, মো. মনির হোসেন কাজী ও সুমন মল্লিক প্রমুখ।
এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি এবং সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার সঠিক তদন্ত করে বিচার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
বাবু/জেএম